• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

তামিম বিশ্বকাপ দলে না থাকায় যা বললেন মাশরাফি


ক্রীড়া ডেস্ক  সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১০:৫৩ এএম
তামিম বিশ্বকাপ দলে না থাকায় যা বললেন মাশরাফি

ঢাকা: বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে ভারতে যাচ্ছেন না তামিম ইকবাল। গতকাল আনুষ্ঠানিক ঘোষণায় তা জানিয়ে দিল বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হলো বিসিবির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে।

এদিকে তামিম না থাকায় বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত। কিন্তু টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন, বাদ দেয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি।

মাশরাফী জানান, তামিম নিজেই স্কোয়াডে থাকতে চাননি। এ সম্পর্কে ভুল তথ্য যাতে না ছড়ায়, তামিমের জন্য ম্যাশ ততটুকু সম্মান প্রাপ্য মনে করছেন।

নড়াইল এক্সপ্রেস এ সম্পর্কে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যাবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।

তামিমকে নিয়ে ম্যাশ আরও লেখেন, এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে। হয়তো সে কোন একদিন বলবে, তখন আমরা বুঝতে পারব।

এমএস

Wordbridge School
Link copied!