• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও উড়ছে শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৪:৩৭ পিএম
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও উড়ছে শ্রীলঙ্কা

ঢাকা: বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে আগে ফিল্ডিং করে স্বস্তিতে নেই টাইগাররা। একের পর এক  বাউন্ডারিতে রানের পাহাড় গড়ছে লঙ্কানরা।

১৪ ওভারেই বিনা উইকেটে একশ রান তুলে ফেলে লঙ্কানরা। তবে মেহেদীর ২ উইকেট আর নাসুমের ১ উইকেট শিকারে স্বস্তি ফিরে টাইগার শিবিরে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের স্কোর ১৫০ রান। 

এই ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করবে সাকিব আল হাসানের দল। প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই ম্যাচে কিছু নিয়মে পরিবর্তন রয়েছে। এই ম্যাচে নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে মাঠে নামেননি সাকিব। ইনজুরির কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও নামতে পারবেন না টাইগার অধিনায়ক। 

লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করছেন মেহেদী মিরাজ। উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সময়ের হিসেবে আর মাত্র ৬ দিন বাকি বৈশ্বিক এই আসরের। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। আর আগামী ১৯ নভেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের।

এআর

Wordbridge School
Link copied!