• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মগজে ধার দিচ্ছেন সাকিব-মিরাজ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১১, ২০২৩, ০৮:৪৬ পিএম
মগজে ধার দিচ্ছেন সাকিব-মিরাজ

ঢাকা : বিশ্বকাপ মিশনের শুরুতেই বাংলাদেশ থেকে উড়ে গিয়ে ভারতের গৌহাটিতে অবস্থান নেয় বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলে দুটি। ওখান থেকে ভারতের একেবারে উত্তরে হিমাচলের পাদদেশে ধর্মশালায় ঘাঁটি গড়ে সাকিববাহিনী।

বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ নয়নজুড়ানো হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলে টাইগাররা। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে দাপুটে জয় পেলেও পরের ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে শোচনীয় হার মেনে নিতে হয়।

এবার ধর্মশালা থেকে ব্যাগপত্র গুছিয়ে উত্তর থেকে দক্ষিণে যাবার পালা। গন্তব্য চেন্নাই। আড়াই হাজার কিলোমিটার দূরের গন্তব্যে যাবার পথে নিজেদের মগজাস্ত্র ঝালিয়ে নিলেন সাকিব ও মিরাজ। বিমানে পাশাপাশি সিটে বসা দুই অলরাউন্ডারের দাবা খেলায় মগ্ন ছবি দেখেই বোঝা যায়, শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে এভাবেই ছক কেটে মাঠে নামবে বাংলাদেশ।

বড় স্বপ্ন নিয়ে বিতর্ক পাশ কাটিয়ে বিশ্বকাপে দারুণ কিছু অর্জনের লক্ষ্য টাইগার অধিনায়কের। ওই পথে কিউইবধের মিশনে এভাবেই তীক্ষ্ণ ছক কাটুক বাংলাদেশ। আর সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করে হাসি ফোটাক কোটি সমর্থকদের মুখে- প্রত্যাশা সেটাই।

এমটিআই

Wordbridge School
Link copied!