• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মেসির কাছে ‘স্কালোনির আর্জেন্টিনা’ ‘গার্দিওয়ালার বার্সা’র মতোই পৃথিবীর সেরা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০২৩, ০১:৩৫ পিএম
মেসির কাছে ‘স্কালোনির আর্জেন্টিনা’ ‘গার্দিওয়ালার বার্সা’র মতোই পৃথিবীর সেরা

ঢাকা : পেরুর ঘরের মাঠে ওদেরকে জোড়া গোল হারিয়েছেন মেসি। ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট রেফারিতে আরেকটি গোল বাতিল না হলে হ্যাটট্রিকও হয়ে যেত আজ। বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

মেসি ও তার অন্যান্য শিষ্যদের নিয়ে আর্জেন্টিনার এই জয়রথের পেছনের কারিগর লিওনেল স্কালোনি। স্কালোনির ফুটবল দর্শনকে বলা হয়ে থাকে স্কালোনেতা। এই দর্শনকেই এবার গার্দিওয়ালার বার্সেলোনার সঙ্গে তুলনা করলেন মেসি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমাদের এই আর্জেন্টিনা দলটি প্রতিনিয়ত ভালো ফুটবল উপহার দিয়ে যাচ্ছে। গার্দিওয়ালার অধীনে বার্সেলোনার দলটি ছিল পৃথিবীর ইতিহাসের সেরা দল। আমার মনে হয় এই আর্জেন্টিনা দলটি তার প্রায় একই রকম।

কোপা আমেরিকার পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া এবং তারপর এখনো যেভাবে আমরা মাঠে নৈপূণ্য দেখিয়ে আসতে সক্ষম হয়েছি, তা প্রশংসনীয়। স্কালোনির অধীনে আমাদের একটা নিজস্ব স্টাইল তৈরি হয়েছে। দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমরা যখন যেখানে যার বিপক্ষেই খেলি না কেন নিজেদের সেই ধারায় খেলি।’

স্কালোনির ভূয়সী প্রশংসা করে আলবিসেলেস্তে অধিনায়ক আরও বলেন, ‘দলটিকে এক সুতোয় গেঁথে রাখছেন স্কালোনি। আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক খুবই চমৎকার। এজন্যই অল্প সময়ের ব্যবধানে এতো সাফল্য ধরা দিচ্ছে।’

স্কালোনি দলের মধ্যে পরিষ্কার বার্তা দিয়ে রেখেছেন যে, ‘কোপা এবং বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আরেকটা নতুন অভিযান শুরু হয়েছে। আর আমরাও এটা মাথায় নিয়ে রেখেছি যে জিততে থাকা একটা দলের সবকিছু একইভাবে করে যেতে পারাটা কঠিন। কিন্তু সেই চেষ্টাটাই আমরা করতে চাই এবং করে যাচ্ছি।’

দুরন্ত ফর্মে উড়তে থাকা দুই লিওনেলের আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচগুলোতে নভেম্বরে উরুগুয়ে আর ব্রাজিলের মতো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!