• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

‘অধিনায়ক ভয় পেলে সতীর্থরা গুটিয়ে যায়’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০২৩, ০৪:৩৪ পিএম
‘অধিনায়ক ভয় পেলে সতীর্থরা গুটিয়ে যায়’

ঢাকা : বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর বাবর আজমদের দুর্বলতা, হারের কারণ নিয়ে বিশ্লেষণে মেতেছেন সাবেক পাক ক্রিকেটাররা।

এক টিভি শোতে সাবেক পাকিস্তান অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বলেছেন, ‘ফাস্ট বোলারদের একটা শরীরী ভাষা থাকতে হয়। যদি রউফের কথা বলেন, তার মধ্যে সেরকম কিছু নেই। অথচ সে পাকিস্তানের মূল বোলার।

মনে হয় শুধু তখনই সে উইকেট পায়, যখন ব্যাটাররা তার ওপর চড়াও হতে চেষ্টা করে। আমি তাকে কখনো বল সুইং করিয়ে উইকেট নিতে দেখিনি। যেমনটা ওই ম্যাচে বুমরা করেছে। তার (হারিস) গতি আছে, তবে একদিনের ক্রিকেটে লাইন-লেন্থেও উন্নতি করতে হবে। সে রোহিতকে বাউন্সার দেয়নি।’

অন্যদিকে সাবেক অধিনায়ক মঈন খান বলেছেন, ‘অধিনায়ক যখন ভয় পায় তখন তার সতীর্থরাও গুটিয়ে যায়।’ ভারত-পাকিস্তান ম্যাচ শুধুই একটা ক্রিকেট ম্যাচ নয়, মর্যাদার লড়াইও। এর ফলাফল, ত্রুটি-বিচ্যুতি বিশ্লেষণ হয় গভীরভাবে।

এমটিআই

Wordbridge School
Link copied!