• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হরভজনের প্রশ্ন, ইনজামাম ‘কোন নেশা পান করে এমন কথা বলছে’


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৫, ২০২৩, ০৩:৩৮ পিএম
হরভজনের প্রশ্ন, ইনজামাম ‘কোন নেশা পান করে এমন কথা বলছে’

ঢাকা:  ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই চলছেই। এবারের পর্ব অবশ্য ক্রিকেট নিয়ে নয়, বরং ধর্ম নিয়ে। পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইনজামাম-উল-হক এক ভিডিওতে দাবি করেছিলেন, ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং মাওলানা তারিক জামিলের কথা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 

এমনকি তারিক জামিলের কথা অনুসরণ করার ইচ্ছাও নাকি জানিয়েছিলেন হরভজন। ইনজামামের এমন বক্তব্যের ভিডিও খুব দ্রুতই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

আর সেই ভিডিও হরভজনের চোখে পড়ার পর তিনি ইনজামামকে ধুয়ে দিয়েছেন। এমনকি ‘কোন নেশা পান করে এমন কথা বলছে’ ইনজামামকে সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন হরভজন।

এবারের বিশ্বকাপের আগে পাকিস্তান দলের প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। দলের ব্যর্থতা ও বিতর্কে জড়িয়ে বিশ্বকাপের মাঝপথেই সে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিবন্ধিত একটি খেলোয়াড়দের ব্যবস্থাপনা কোম্পানিতে তার শেয়ার আছে এবং সে কারণে দলে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে-ইনজামামের বিরুদ্ধে সংবাদমাধ্যমে এমন অভিযোগ ওঠার পর পিসিবি তদন্ত কমিটি গঠন করেছিল। 

স্বাধীন তদন্তের সুযোগ করে দিতে প্রধান নির্বাচকের পদ ছেড়েছিলেন ইনজামাম। পাকিস্তানে নানা সমালোচনায় এমনিতেই চাপে আছেন ইনজামাম। পাকিস্তান কিংবদন্তি এরই মধ্যে জড়ালেন এই নতুন বিতর্কে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইনজামামকে বলতে শোনা যায়, ‘আমাদের একটা রুম ছিল, যেখানে আমরা নামাজ পড়তাম। মাওলানা তারিক জামিল মাঝেমধ্যে আসত, নামাজ পড়াত। কিছুদিন পর ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ ও জহির খানও আসা শুরু করে। আরও চার ভারতীয় ক্রিকেটার সেখানে আসত, আমাদের দেখত। হরভজন আসলে জানত না, তারিক জামিল মাওলানা ছিল।’ 

ইনজামাম দাবি করেন হরভজন নাকি তাকে বলেছেন, ‘আমি এই লোকে মুগ্ধ ও তার কথা মেনে চলতে চাই। আপনাকে (ইনজামামকে) দেখে যদিও আগ্রহ চলে যায়।’

ভারতের সাবেক স্পিনার হরভজন পুরো বিষয়টি অস্বীকার করেছেন। ক্ষিপ্ত হরভজন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘সে কোন নেশা পান করে এমন কথা বলছে? আমি একজন গর্বিত ভারতীয় ও শিখ। লোকে যা খুশি তাই বলে।’
 
এআর

Wordbridge School
Link copied!