• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে চলে গেলেন জেমি সিডন্স 


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৮, ২০২৩, ০৪:৫৬ পিএম
দেশে চলে গেলেন জেমি সিডন্স 

ঢাকা: চলতি মাসেই চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা জেমি সিডন্সের। তবে বাংলাদেশে নিজের চাকরির সময় শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া ফিরে গেছেন টাইগারদের এই কোচ। আপাতত বিসিবির সঙ্গে কোনো চুক্তিতে থাকছেন না সিডন্স।

এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন জালাল ইউনুস। সিডন্সের চুক্তির মেয়াদ নিয়ে তার ভাষ্য, 'জেমি সিডন্স এখন আর আমাদের সঙ্গে নেই। প্রোগ্রাম যখন থাকে তখন মনে হয় তাকে ডাকা হয়। এভাবেই তার সঙ্গে চুক্তি করা হয়েছে। স্থায়ীভাবে বা মাসিক চুক্তি হয়েছে কিনা আমি জানি না। আমি যতটুকু জানি বছরে কতদিনের জন্য কাজ করবে এই ব্যাপারে চুক্তি আছে।'

সিডন্সের বাংলাদেশে এটি ছিল দ্বিতীয় অধ্যায়। এর আগে বাংলাদেশের প্রধান কোচ থাকাকালীন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমদের ব্যাটিংয়ে বেশ বড় অবদান রেখেছিলেন তিনি। পুরনো সাফল্যের আশায় অ্যাশওয়েল প্রিন্স দায়িত্ব ছাড়ার পর তাকে আবার ফেরানো হয়েছিল।

চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর অবশ্য সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে দেয়া হয়। ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। ছিলেন এইচপির ব্যাটিং পরামর্শকও। সিডন্সের চাকরির মেয়াদ ছিল চলতি বছরের নভেম্বর পর্যন্ত।

এর আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদে চুক্তির মেয়াদ বাড়াননি অ্যালান ডোনাল্ড। দলের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরও পদত্যাগ করেছেন।

এআর

Wordbridge School
Link copied!