• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভক্তদের কাছে ডেকে সেলফি তুললেন মেহেদী মিরাজ 


মো: আজাদ হোসেন জানুয়ারি ১৬, ২০২৪, ০২:৫৭ পিএম
ভক্তদের কাছে ডেকে সেলফি তুললেন মেহেদী মিরাজ 

ভক্তদের সাথে সেলফি তুলছেন মিরাজ, ছবি: সোনালী নিউজ

ঢাকা: প্রিয় ক্রিকেটারকে দেখা মাত্রই ঘিরে ধরলো ভক্তরা, কে কার আগে সেলফি তুলবে তা নিয়ে রীতিমতো ঠেলাঠেলি। অবশেষে অনেকক্ষণ অপেক্ষায় থাকার পর ছোট বড় সবাই সেলফি তোলেন বাংলাদেশের দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সাথে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইনডোর স্টেডিয়াম থেকে অনুশীলন শেষ বের হওয়ার ক্রিকেট ভক্তদের সাথে সেলফি তোলেন মেহেদী মিরাজ। 

এ দিন দুপুরের দিকে অনুশীলনে আসেন মিরাজ। এসেই ইনডোরে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন। এসময় বাইরে অপেক্ষায় থাকেন ১০ থেকে ১২ জন ক্রিকেট ভক্ত। মিরাজ বের হওয়া মাত্রই সবাই মিলে সেলফি তোলার জন্য ঘিরে ধরে। মিরাজ হতাশ করেননি কাউকে। ছোট বড় সবাইকে কাছে টেনে সেলফি তোলেন। সেলফি তুলে সবাইকে ধন্যবাদ দিয়ে মাঠের মধ্যে চলে যান।

সেলফি তোলার অনুভূতি জানতে চাইলে এক ভক্ত বলেন, অনেক্ষণ ধরে অপেক্ষা করছিলাম মিরাজ ভাইয়ের সাথে একটা সেলফি তোলার জন্য। ভাই বের হওয়ার সাথে সাথে আমরা ঘিরে ধরি এবং সেলফি তুলি। সেলফি তুলতে পেরে অনেক ভালো লাগছে। এবার বরিশাল শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন এই ভক্ত।

ভক্তদের সাথে সেলফি তুলছেন মিরাজ, ছবি: সোনালী নিউজ

আসন্ন বিপিএলে বরিশালের হয়ে খেলবেন বাংলাদেশের দলের অলরাউন্ডার মেহেদী মিরাজ। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিপিএল। শুরু আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন দেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

ফরচুন বরিশাল স্কোয়াড: 
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শোয়েব মালিক, দীনেশ চান্দিমাল, ডেভিড মিলার, ফখর জামান, মেহেদি হাসান মিরাজ, ইব্রাহিম জাদরান, পল স্টার্লিং, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, সৈয়দ খালেদ আহমেদ, রকিবুল হাসান, মেহেদি হাসান রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, নুয়ান থুসারা, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ।

এআর

Wordbridge School
Link copied!