• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে দলের জন্য সমস্যা: তামিম


ক্রীড়া প্রতিবেদক জুন ১১, ২০২৪, ০৪:২৩ পিএম
সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে দলের জন্য সমস্যা: তামিম

ঢাকা : এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব।

গতরাতে  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন কেবল ১ ওভার। ৬ রান দিয়ে কালও ছিলেন উইকেটহীন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রানে ফিরে আসার পর কাল দক্ষিণ আফ্রিকা ম্যাচে আউট হয়েছেন ৩ রানে। তার চেয়ে দুঃখজনক বাজে শটে গুরুত্বপূর্ণ শটে নিজের উইকেট দিয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

৪ ওভার পুরো বোলিং করেননি সাকিব- সে প্রসঙ্গে ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে তামিমকে জিজ্ঞেস করা হয় সাকিবের কি আরও অবদান রাখা উচিত নাকি তাকে বাদ দেয়া প্রয়োজন?  

দক্ষিণ আফ্রিকার কাছে হার নিয়ে তামিম জানিয়েছেন হতাশা। ধরিয়ে দিয়েছেন ম্যানেজমেন্টের ভুলও, ‘আমরা দেখেছি এই স্টেডিয়ামে অল্প রানের ম্যাচও জেতাচ্ছে বোলারারা। আর হেরে যাওয়া দল অলআউট কিন্তু হচ্ছে না। আমরাও হইনি। এ ধরনের পরিস্থিতিতে জাকের আলী বা রিশাদ হোসেনকে আগে পাঠানো যেত (যেটা ভারত পাঠিয়েছিল অক্ষর প্যাটেলকে)। আর তাকে বলতে হত, ৬ বলে ১২ করে আস, আউট হলেও সমস্যা নেই। পরে দায়িত্ব নেবে সিনিয়ররা। এ ধরনের কিছুর অভাব ছিল আমাদের।’

এমটিআই

Wordbridge School
Link copied!