• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

সুপার এইটে ‘এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই’


ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০২৪, ১০:১১ এএম
সুপার এইটে ‘এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই’

ঢাকা : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসরের প্রথম ম্যাচে বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে আটকিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও ৪ রানে হেরে যায় বাংলাদেশ।

নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসানের ৪৬ বলের ৬৪ রানের দায়িত্বশীল ইনিংসে ১৫৯ রান করে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের বোলিং নৈপুণ্যে ২৫ রানের জয় পায় বাংলাদেশ।

আজ সোমবার নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.৩ ওভারে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের অবিশ্বাস্য সুন্দর বোলিংয়ে ২১ রানের জয়ে সুপার এইটে উঠে যায় বাংলাদেশ।

খেলা শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা গ্রুপপর্বে খুব ভালো ক্রিকেট খেলেছি। আমি আশা করি আমরা আমাদের বোলিং পারফরম্যান্স চালিয়ে যেতে পারব, তবে আমাদের ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। আশা করি পরের রাউন্ডে আমাদের ব্যাটিং পারফরম্যান্স ভালো হবে।

নেপাল ম্যাচ নিয়ে শান্ত বলেন, আমরা আজ আগে ব্যাটিংয়ে নেমে খুব (১০৬ রান) বেশি রান করতে পারিনি। কিন্তু আমরা জানতাম ভালো বোলিং করলেও এই স্কোর নিয়েও জয় পাওয়া সম্ভব। বোলারদের আমি সেটাই বলেছি এবং তারা মাঠেও খুব ভালো বোলিং করেছে। 

শান্ত বলেন, আমাদের পেস বোলাররা গত দুই-তিন বছরে সত্যিই কঠোর পরিশ্রম করছেন। এই ফরম্যাটে বোলিং ইউনিট খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি তারা তাদের ফর্ম ধরে রাখবে। আমাদের পরবর্তী রাউন্ডের জন্য পরিকল্পনা করতে হবে এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!