• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

নবাবগঞ্জে সাফজয়ী সুমাইয়াকে সংবর্ধনা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩, ২০২৪, ০৬:৫৭ পিএম
নবাবগঞ্জে সাফজয়ী সুমাইয়াকে সংবর্ধনা

ঢাকা: সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তার নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হয়েছে।  রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সুমাইয়ার মা মাতসুশিমা তোমোমি ও তার বাবা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মাতসুশিমা সুমাইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। প্যানেল চেয়ারম্যান লিটন হোসেনের সভাপতিত্বে সকল ইউপি সদস্য সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, ‌‘আমরা ছোট পরিসরে সুমাইয়াকে সংবর্ধনা দিয়েছি। আগামী জানুয়ারিতে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।’

এ উপলক্ষ্যে বড় ধরনের একটি টুর্নামেন্টের আয়োজনের করা হবে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা। সুমাইয়া ২০২৩ সাল থেকে বাংলাদেশ নারী ফুটবলার হিসেবে খেলছেন। তার বাকি দুই ভাইও অস্ট্রেলিয়া ও জার্মানির ক্লাবে খেলছেন।

এআর

Wordbridge School
Link copied!