• ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলে জায়গা পেলেন যারা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:০১ পিএম
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলে জায়গা পেলেন যারা

ফাইল ছবি

ঢাকা: ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলের তালিকা প্রকাশ করেছে আইসিসি। শুক্রবার (২৪ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এই তালিকা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কান তারকা চারিথ আসালাঙ্কাকে এবং টেস্টে অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে। দুই ফরম্যাটের কোনো একাদশেই জায়গা হয়নি বাংলাদেশি কারও। টি-টোয়েন্টির বর্ষসেরা একাদশ ঘোষণা করা হবে আগামীকাল।

দেখে নেওয়া যাক কারা জায়গা পেলেন দুই ফরম্যাটের সেরা একাদশে...

বর্ষসেরা একাদশ (ওয়ানডে)

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ গজনফর।

বর্ষসেরা একাদশ (টেস্ট)

প্যাট কামিন্স, যশস্বী জাইসওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, রবীন্দ্র জাদেজা, ম্যাট হেনরি ও জাসপ্রীত বুমরাহ।

এসআই

Wordbridge School
Link copied!