• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০

বিপিএলের ফাইনালে সুযোগ না পেয়ে কাকে ‘খোঁচা’ দিলেন নিশাম


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৫:৩৫ পিএম
বিপিএলের ফাইনালে সুযোগ না পেয়ে কাকে ‘খোঁচা’ দিলেন নিশাম

ঢাকা: জিমি নিশাম খেলতে এসছিলেন বিপিএলের ফাইনাল। তবে সুযোগ হয়নি একাদশে। বরিশালকে চ্যাম্পিয়ন করার পথে যে আসলেই তার কোনো অবদান নেই। নিশাম অবশ্য দাবি করেছেন এক দিনের শ্রম তিনি দিয়েছেন।  

নিশাম এই দাবি করেছেন ইনস্টাগ্রামের স্টোরিতে। বিপিএল ট্রফির সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এক দিনের পরিশ্রমে খারাপ অর্জন নয়।’ ছবিতে নিশামের সঙ্গে ছিলেন বরিশালের আরেক কিউই পেসার জেমস ফুলারও।

তা তিনি ঢাকা এসে কী কী করলেন? অনুশীলনে শ্রম দিয়েছেন, ব্যাটিং ও বোলিং করেছেন। খেলা শেষে আবার বিসিবির হয়ে ডেভিড ম্যালানের সাক্ষাৎকারও নিয়েছেন। ফাইনালের দিনে তার অবদান বলতে ওই সাক্ষাৎকারটুকুই। চাইলে আরও একটা বিষয় যোগ করে দেওয়া যেতে পারে-এই যে কষ্ট করে প্রায় ৪০ ওভার খেলা দেখলেন!

বেঞ্চে বসে আরাম করে খেলা দেখা নিশামের এখন আর খুব একটা হয় না। যেসব লিগে খেলেন, সেখানে দলের একাদশে ‘অটোমেটিক চয়েস’ই এই অলরাউন্ডার।

আইপিএলে সুযোগ হয় না। সর্বশেষ খেলেছেন ২০২২ আইপিএলে। পিএসএল, ভাইটালিটি ব্লাস্ট, এসএটোয়েন্টিতে তিনি নিয়মিত খেলেন। সর্বশেষ খেলছিলেন এসএটোয়েন্টিতে। সেখানে খেলেছেন প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে। টুর্নামেন্ট থেকে তাঁর দল ছিটকে যাওয়াতেই মূলত বিপিএল ফাইনাল খেলতে এসেছিলেন।

এসএটোয়েন্টির আগে নেপাল প্রিমিয়ার লিগে খেলেছিলেন। সেই টুর্নামেন্টে অবশ্যই নিশাম গিয়ে বসে থাকবেন না! ওই টুর্নামেন্টেও হয়েছিলেন চ্যাম্পিয়ন। সেই হিসেবে বিপিএলে তাঁকে ‘নতুন’ অভিজ্ঞতাই দিল, যা আরও বিশেষ হয়েছে তাকে এই ১টি ম্যাচের জন্যই নিয়ে আসায়।

এমন ‘অদ্ভুত’ পরিস্থিতি নিয়ে নিশাম মজা করবেন, সেটিই স্বাভাবিক। মানে নিশামের জন্য স্বাভাবিক। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা মনে করুন। স্বাভাবিকই মনে হবে। ফাইনালে ওভাবে হারের পরও তিনি ‘মজা’ করে টুইট করেছিলেন। শিশুদের উপদেশ দিয়ে বলেছিলেন-‘বাচ্চারা পেশা হিসেবে খেলাকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। কেক, রুটি এসব বানাও বা অন্য কিছু করো। খাওদাও, ৬০ বছর বয়সে মোটা হয়ে মারা যাও।’

নিশাম যে একটা ইনস্টাগ্রাম স্টোরিতে থেমেছেন, সেটাই অনেক। একসময় এক্সে তিনি এতটাই সক্রিয় ছিলেন যে ইএসপিএনক্রিকইনফো তার বায়োতে নিশামকে অলরাউন্ডার ও টুইটার স্টার বলে পরিচয় করিয়ে দেয়। অবশ্য এই ‘টুইটার স্টার’ এখন আর সামাজিক যোগাযোগমাধ্যমে আগের মতো সক্রিয় নন। ২০২৩ সালের মে মাসের পর এক্সে আর কোনো পোস্ট করেননি এই অলরাউন্ডার।

এআর

Wordbridge School
Link copied!