• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে


স্পোর্টস ডেস্ক ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:১০ পিএম
বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

ঢাকা: আফগানিস্তানের বাঁচামরার ম্যাচ। হারলেই বাদ, জিতলে সেমিফাইনাল। একইভাবে জিতলে সেমিতে যাবে অস্ট্রেলিয়াও, তবে হারলে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচের দিকে। দক্ষিণ আফ্রিকা জিতে গেলে বাদ পড়বে অস্ট্রেলিয়া। অর্থাৎ অসিদের জন্যও ম্যাচটি অত্যন্ত গুরুত্বের।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এমন ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে আফগানদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত গতিতে রানের চাকা ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া।

১২.৫ ওভার ব্যাটিং করে তুলে ফেলেছে ১ উইকেটে ১০৯ রান। এরপরই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভ স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৩৭.১ ওভারে ১৬৫ রান।

এর আগে জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট। ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

তাদের জন্য বলা, ওয়ানডে ম্যাচে ফলাফল বের করতে আনতে হলে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হবে। এর কম হলে এবং খেলা শুরু করা না গেলে ওই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দুই দলই একটি করে পয়েন্ট পাবে।

যদি পয়েন্ট ভাগাভাগি করা হয়, তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে, বাদ পড়বে আফগানিস্তান।

এর আগে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

আইএ

Wordbridge School
Link copied!