• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ


ক্রীড়া ডেস্ক মে ১৭, ২০২৫, ১২:০৪ পিএম
মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে শতভাগ জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই নিজেদের অপরাজিত রাখতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস।

যেখানে পাওয়ার প্লের দায়িত্ব নিজেই কাঁধে নেবেন লিটন। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম। আগের সিরিজগুলোতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। ওয়ান ডাউনে নিশ্চিতভাবেই দেখা যাবে নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিং অর্ডারের চতুর্থ পজিশনে অটোচয়েজ তাওহীদ হৃদয়। নিজের দিনে ম্যাচে অসম্ভব অনেক কিছুই করার ক্ষমতা রয়েছে এই তরুণ ব্যাটার। পাঁচে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারি। এরপর ফিনিংশের রোলে থাকেন তরুণ জাকের আলী অনিক। স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মাহেদী হাসান। তার সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

আর পেস বিভাগে দলকে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচ খেলেই আইপিএলের জন্য ভারতে উড়াল দেবেন তিনি। দ্বিতীয় পেসার হিসেবে তানজিম সাকিবের জায়গাটা অনেকটাই নিশ্চিত। তবে তৃতীয় পেসার হিসেবে কে থাকবে নাহিদ রানা নাকি হাসান মাহমুদ তা নিয়ে চিন্তা করতে হবে ম্যানেজমেন্টকে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

এআর

Wordbridge School
Link copied!