• ঢাকা
  • শনিবার, ২১ জুন, ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

আমিরাতের বিপক্ষে আরও এক ম্যাচ খেলবে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মে ১৯, ২০২৫, ০৬:৪৭ পিএম
আমিরাতের বিপক্ষে আরও এক ম্যাচ খেলবে বাংলাদেশ

ঢাকা: আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। গত পরশু ছিল প্রথম ম্যাচ, আজ  দ্বিতীয়টি। তবে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে একটি বাড়তি ম্যাচ খেলবে তারা।

আগের দুই ম্যাচের ভেন্যু শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই আগামী ২১ মে হবে সিরিজের তৃতীয় ম্যাচটি। ওই ম্যাচও শুরু হবে রাত নয়টায়। যাত্রাবিরতির এই সিরিজে ম্যাচ বাড়ার কারণ মূলত পাকিস্তান সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা।

ভারত-পাকিস্তান সংঘাতের পর এ টানাপোড়েনের শুরু। এখন অবশ্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি। তবে দুই বোর্ড এখনো সূচি চূড়ান্ত করতে পারেনি। যে কারণে পাকিস্তান সফরের আগের সময়টাতে খরচ বাঁচাতে ও সেখানে থাকাকে যৌক্তিক করতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে বাড়তি এই ম্যাচ খেলার প্রস্তাব দেয় বিসিবি, তারাও তাতে রাজি হয়েছে।

জানা গেছে, পিসিবি থেকে আরও আগেই একাধিক প্রস্তাবিত নতুন সূচি পাঠানো হয়েছে বিসিবিকে। ২৫ মে থেকে শুরু পাঁচ টি-টোয়েন্টির সিরিজটি শুরু হওয়ার কথা ছিল।  নতুন প্রস্তাবগুলোতে ২৭ মে থেকে শুরু করার কথা বলা হয়েছে। ঈদুল আজহা যেহেতু ৬ বা ৭ জুন, দুই বোর্ডই চাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৫ জুনের মধ্যে শেষ করতে।

আগের সূচি অনুযায়ী আজ শারজায় সিরিজ শেষ করে কাল পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু পরিবর্তিত সূচিতে পাকিস্তানে খেলা পিছিয়ে যাবে। আর বাংলাদেশ দলের ক্রিকেটাররা চাচ্ছেন না সিরিজের এত আগে পাকিস্তানে গিয়ে অতিরিক্ত দিন সেখানে থাকতে।

এআর

Wordbridge School
Link copied!