• ঢাকা
  • শনিবার, ২১ জুন, ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

প্লে-অফে সাকিব-মিরাজরদের সামনে নবী-খুশদিলরা


ক্রীড়া ডেস্ক মে ২০, ২০২৫, ০২:৩৬ পিএম
প্লে-অফে সাকিব-মিরাজরদের সামনে নবী-খুশদিলরা

ঢাকা: লিগ পর্বের শেষ ম্যাচে করাচি কিংসকে ৭৯ রানে উড়িয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। আর হেরে যাওয়ায় করাচি কিংস প্রতিপক্ষ হয়ে যায় লাহোর কালান্দার্সের। বৃহস্পতিবার এই এলিমিনেটর খেলবে লাহোর নিজেদের মাঠে। 

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ইসলামাবাদের ব্যাটিং তাণ্ডবের শুরু হয় অ্যালেক্স হেলসের ৮৮ রানের ইনিংসে, যা তিনি খেলেন মাত্র ৩৫ বলে। ওপেনিংয়ে তার সঙ্গে সাহিবজাদা ফারহান যোগ করে ৭৩ রান, আর দুইজন মিলে মাত্র ১১.৩ ওভারে গড়ে তোলেন ১৫৩ রানের বিশাল জুটি। এরপর শাদাব খানের ১৯ বলে ৪২ ও হায়তার আলি ও বেন ডোয়ারশুইসের ক্যামিও দলকে পৌঁছে পিএসএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫১ রানে।

জবাবে করাচি কিংসের ইনিংস শুরুটা মোটামুটি হলেও ধস নামে মাঝপথেই। ডেভিড ওয়ার্নার করেন ৪৩, আর সেইফার্ট যোগ করেন ২৬ রান, কিন্তু শাদাব খানের স্পিন ঘূর্ণিতে করাচির মিডল অর্ডার গুঁড়িয়ে যায়। শাদাব নেন ৪ উইকেট, আর সাপোর্ট দেন সালমান ইরশাদ, যিনি শিকার করেন ৩টি।

১৮.২ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় করাচি কিংস। এদিন ব্যতিক্রম ছিলেন কেবল আব্বাস আফ্রিদি, যিনি মাত্র ১৩ বলে করেন ৩৪ রান।

আগামীকাল বুধবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে কোয়ালিফায়ার ১ খেলবে ইসলামাবাদ ইউনাইটেড। 

এআর

Wordbridge School
Link copied!