• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের বিপক্ষে নেই বাবর-শাহিন, নেতৃত্বে সালমান


ক্রীড়া ডেস্ক মে ২১, ২০২৫, ১০:০৬ এএম
বাংলাদেশের বিপক্ষে নেই বাবর-শাহিন, নেতৃত্বে সালমান

ফাইল ছবি

ঢাকা: ঈদের আগে সিরিজ শেষ করার তাড়া ছিল দুই বোর্ডের। তাই কমে এসেছে ম্যাচ। ৫ টি-টোয়েন্টির পরিবর্তে ৩ টি-টোয়েন্টির সিরিজটি বসবে একটি ভেন্যুতে। ওই সিরিজের জন্য সালমান আলী আগাকে অধিনায়ক করে দল দিয়েছে পাকিস্তান। বাদ পড়েছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।

আসন্ন সিরিজের জন্য আগেই দল দিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা দলটি দুবাই থেকেই পাকিস্তান যাবে। খেলাগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সময় সূচি এখনও ঘোষণা করা হয়নি।

বুধবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক ফর্ম ও পিএসএলে পারফর্ম্যান্স বিবেচনায় ১৬ জনকে বেছে নিয়েছে পাকিস্তান। এই সিরিজটি প্রধান কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের বিপক্ষে কুড়ি কুড়ির সিরিজে দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের মতো তারকা।

ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ছিল এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরে। সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই বাংলাদেশের সিরিজ যে পিছিয়ে যাচ্ছে। নতুন সূচিতে ২৭ মে থেকে সিরিজ শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। তবে এখনও চূড়ান্ত হয়নি সিরিজ সূচি।

পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), সাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান আলী,, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব।

বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এসআই

Wordbridge School
Link copied!