ঢাকা: এক সপ্তাহ ধরে পিঠের চোটে ভুগছেন সৌম্য। ওই চোটের কারণেই আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচেও মাঠে নামা হয়নি তার। এবার তার পাকিস্তান সফর থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামকে উদ্ধৃত করা লেখা হয়েছে, ‘মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যর পুনর্বাসনে আর ১০-১২ দিন সময় লাগতে পারে। এর মানে হলো আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাকে পাওয়া যাবে না।’
একজন ওপেনারের বদলি হিসেবে অলরাউন্ডার কেন নেওয়া হয়েছে তার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, বর্তমানে স্কোয়াডে থাকা ওপেনারদের নিয়ে খুশি তারা, বিকল্প হিসেবে আছেন নাজমুল হোসেনও। সঙ্গে মিরাজ সাদা বলের অনুশীলনে ও পাকিস্তানেই আছেন, তাও সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তাদের।
মিরাজকে দলের কারণ ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘পাকিস্তান যে দলটা ঘোষণা করেছে, টপ অর্ডারে দুইটা বাঁহাতি, নিচের দিকে তিনটা বাঁহাতি আছে। মনে হচ্ছে তিনটা বাঁহাতি খেলবে একাদশে। সে কারণে বাড়তি একজন অফ স্পিনারের অপশন তৈরি হয়েছে। এর সঙ্গে আমাদের মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাবও মিরাজকে নেওয়ার একটা কারণ।’
পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন না মিরাজ। পরে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার সুযোগ পান তিনি। ২০১৬ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার আবার ৮ বছর পর ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন।
এআর







































