• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হল মদ্রিচের রিয়াল অধ্যায়


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০২৫, ০২:৪৩ পিএম
ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হল মদ্রিচের রিয়াল অধ্যায়

ঢাকা: এক যুগের অবিস্মরণীয় এক অধ্যায়ের ইতি টানলেন লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের শেষ লিগ ম্যাচ খেলে সান্তিয়াগো বার্নব্যুর সবুজ গালিচা ছেড়ে বিদায় নিয়েছেন এই ক্রোয়াট মহাতারকা। 

বিদায়ের শেষ মুহূর্তে দাঁড়িয়ে থাকা গ্যালারি আর সতীর্থদের অশ্রুসিক্ত শুভেচ্ছায় আবেগে ভেসে গেলেন তিনি।

শনিবার (২৫ মে) ম্যাচের পর আবেগভরা ভাষণে মদ্রিচ বলেন, যে মুহূর্তটি কখনও আসুক চাইনি, সেটাই আজ এসেছে। 

এটি ছিল দীর্ঘ এক পথ, কিন্তু অসাধারণ এক যাত্রা। এই ক্লাব, এর মানুষ, সতীর্থ, কোচ সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমি একটি বাক্য খুঁজে পেয়েছিলাম, যা সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে; ‘শেষ হয়ে গেছে বলে কেঁদো না, হয়েছিল বলে হাসো’। 

রিয়াল মাদ্রিদের হয়ে ৫৯১ ম্যাচে ৪৩ গোল ও ৯৫ অ্যাসিস্টের পাশাপাশি ক্লাবকে এনে দিয়েছেন রেকর্ড ২৮টি শিরোপা, যার মধ্যে আছে ছয়টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে তিনি ভেঙেছিলেন মেসি-রোনালদো যুগের একচ্ছত্র আধিপত্য। তবে ৩৯ বছর বয়সে, মাদ্রিদের গর্ব হয়ে বিদায় নিলেন তিনি। লা লিগা থেকে বিদায় নিতে আসন্ন ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে নিজের শেষ টুর্নামেন্ট খেলতে নামবেন মদ্রিচ।

উল্লেখ্য, ৩২ দল নিয়ে আগামী ১৫ জুন থেকে ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে। ‘এইচ’ গ্রুপে থাকা রিয়ালের তিন প্রতিপক্ষ আল হিলাল, পাচুয়া ও রেড বুল সালসবুর্গ। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ জুলাই।

এআর

Wordbridge School
Link copied!