• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবির দায়িত্ব নিতে চান আমিনুল ইসলাম বুলবুল


ক্রীড়া ডেস্ক মে ২৯, ২০২৫, ০৩:২২ পিএম
বিসিবির দায়িত্ব নিতে চান আমিনুল ইসলাম বুলবুল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত আমিনুল ইসলাম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেছেন, নির্দিষ্টভাবে বোর্ড সভাপতির দায়িত্ব নিতে এখনো তাকে কোনো অনুরোধ করা হয়নি।

তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে বলেছেন, সরকার বাংলাদেশের ক্রিকেটে তাকে কাজে লাগাতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে পরিবর্তনের গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। 

তারই ধারাবাহিকতায়, বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ।

সেখানে ফারুক আহমেদকে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়। যদিও ক্রীড়া উপদেষ্টার কাছে নির্দিষ্ট কিছু প্রশ্ন তুলে ধরেন বিসিবি সভাপতি। জানা গেছে, সেসব প্রশ্নের জবাব দেননি ক্রীড়া উপদেষ্টা। এরই পরিপ্রেক্ষিতে পদত্যাগের বিষয়ে চিন্তা-ভাবনা করতে দু-একদিন সময় চেয়ে নিয়েছেন ফারুক আহমেদ।

তখনই জানা গেছে, সরকার আমিনুল ইসলাম বুলবুলকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিতে চাচ্ছে। আবার কয়েকদিন আগে আমিনুল ইসলাম বুলবুল দেশে আসায় এই গুঞ্জনের ডালপালা বেশি ছড়াতে থাকে।

এ বিষয়ে পক্ষ থেকে আজ দুপুর ১২টার দিকে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই সময় তিনি বিমানবন্দরে ছিলেন তার স্ত্রীকে আনার জন্য। তার স্ত্রী যশোর থেকে ঢাকায় ফিরছিলেন। বিমানবন্দরে থাকায় কথা বলতে পারেননি।

তবে, দেশের প্রতিষ্ঠিত একটি গণমাধ্যমকে আজ দুপুরের আগেই আমিনুল ইসলাম বুলবুল বলে দিয়েছেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। বুলবুল বলেছেন, ‘আমাকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে এখনো বলা হয়নি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বোর্ড সভাপতির সঙ্গে গতকালের সভায়ও আমি ছিলাম না। তবে ১০-১৫ দিন আগে আমার সঙ্গে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তারা আমাকে কোনো একটা ভূমিকায় কিছু সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে চাচ্ছেন। আমিও তাতে রাজি হয়েছি।’

বুলবুলের এই বক্তব্যেই পরিষ্কার, বোর্ড যে কোনো উপায়েই হোক, ফারুককে সরিয়ে দেবে। তবে, সেটা খুব সতর্কতার সঙ্গে। আইসিসির বাধ্যবাধকতা মেনে। 

এআর

Wordbridge School
Link copied!