• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেলিক্সের হ্যাটট্রিক, নাসরের বড় জয়


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ৩০, ২০২৫, ১০:২৬ এএম
ফেলিক্সের হ্যাটট্রিক, নাসরের বড় জয়

ঢাকা : পর্তুগিজ তারকা হোয়াও ফেলিক্স কিছুদিন আগেই যোগ দেন আল নাসরে। নাসরের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই করে বসলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। সে সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচে আল তাউনের বিপক্ষে রীতিমত গোল উৎসব করলো ক্রিশ্চিয়ানো রোনালদোদের ক্লাব আল নাসর। আল তাউনকে তাদেরই মাঠে রোনালদোরা হারালো ০-৫ গোলের বিশাল ব্যবধানে।

সৌদি প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে রোনালদো নিজেও করলেন এক গোল। আল নাসরের হয়ে বাকি গোলটি করেন কিংসলে কোম্যান।

আল নাসরের জার্সিতে খেলতে নেমে শুরুতেই গোলে অবদান রাখেন হোয়াও ফেলিক্স। ৭ম মিনিটেই গোল করে বসেন তিনি। ১-০ গোলেই প্রথমার্ধ শেষ করে আল নাসর।

দ্বিতীয়ার্ধ শুরুর ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পেনাল্টি শট থেকে গোল করেন তিনি। এক মিনিপ পরই আরেক নতুন খেলোয়াড়, কিংসলে কোম্যান গোলের সূচনা করেন। যা ছিল আল নাসরের তৃতীয়।

২৫ বছর বয়সী পর্তুগিজ তারকা ফেলিক্স এরপর আরও একবার জ্বলে উঠলেন। ৬৭ এবং ৮৭তম মিনিটে আরও দুটি গোল করে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। সে সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচেই আল নাসরকে বিশাল এক জয় উপহার দিলেন তিনি।

পিএস

Wordbridge School
Link copied!