ক্রীড়া ডেস্ক : কেবল লিওনেল মেসির জাদুতেই সম্ভব হয়েছে বড় ব্যবধানে রেভল্যুশনের কাছে থেকে জয় ছিনিয়ে আনা। আগের দুই ম্যাচ জয় না পাওয়া ইন্টার মিয়ামি মেসির সুবাদে দারুণভাবে ঘুরে দাঁড়াল।
রোববার সকালে ফোর্ট লডারডেলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। চার গোলৈর মধ্যে তিনটি গোলেই অ্যাসিস্ট করে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন মেসি।
এই জয়ের ফলে মায়ামির ৫৯ পয়েন্টে নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তারা এখন তৃতীয় স্থানে উঠে আসে। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির চেয়ে মাত্র তিন পয়েন্টে পিছিয়ে রয়েছে মিয়ামি।
ম্যাচে জর্দি আলবা ও তাদেও আলেন্দে দুজনেই জোড়া গোল করেন। অন্যদিকে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের টি শেষ ছয় ম্যাচে পঞ্চম পরাজয়।
ম্যাচের ৩২ মিনিটে তার মেসির নিখুঁত থ্রু বল থেকে প্রথম গোল করেন আলেন্দে। বিরতির ঠিক আগমুহূর্তে প্রতিপক্ষের ক্লিয়ারেন্স আটকিয়ে জর্দি আলবার পায়ে বল বাড়ান মেসি, আর সেই পাস থেকেই আসে মায়ামির দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের ডর টুরগেম্যান ব্যবধান কমান (২-১)। তবে মেসি যেন অপেক্ষাই করছিলেন প্রতিক্রিয়ার। এক মিনিটের মধ্যেই মাঝমাঠ থেকে বল এগিয়ে আলেন্দেকে পাস দেন তিনি, আর আলেন্দে গোল করে ব্যবধান ফেরান ৩-১ এ। মাত্র তিন মিনিট পর টেলাসকো সেগোভিয়ার পাস থেকে আলবার দ্বিতীয় গোল মায়ামিকে দেয় ৪-১ এর জয়।
পিএস







































