• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামাল-হামজাদের সুখবর দিল ফিফা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০২৫, ০৭:৫৫ পিএম
জামাল-হামজাদের সুখবর দিল ফিফা

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ফুটবল দলের জন্য নতুন সুখবর প্রকাশ করল আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার (১৭ অক্টোবর) পুরুষ ফুটবলের নতুন বিশ্ব র‍্যাঙ্কিং প্রকাশ সংস্থাটি। তাতে এক ধাপ উন্নতি হয়েছে হামজা-জামালদের। 

গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১৮৪তম স্থানেই স্থির ছিল বাংলাদেশ। কিন্তু অক্টোবর উইন্ডোতে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলে লাল-সবুজের দল। ঘরের মাঠে ৩-৪ গোলে হারলেও, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের মাটিতে ১-১ গোলে ড্র করে জামাল ভূঁইয়ারা মূল্যবান পয়েন্ট অর্জন করেন। এই ড্রয়ের ইতিবাচক প্রভাবই পড়েছে ফিফার প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন সামনের নভেম্বর উইন্ডোর দিকে নজর রাখছে। আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাফুফে আরও একটি প্রীতি ম্যাচ ঘরের মাঠে আয়োজন করার চেষ্টা চালাচ্ছে। নভেম্বরের এই ম্যাচগুলোতে ভালো ফল এলে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের  আরও বড় লাফ দেয়ার সুযোগ তৈরি হবে।

এদিকে, বিশ্ব ফুটবলের সেরা দলগুলোর র‍্যাঙ্কিংয়ে এসেছে কিছুটা পরিবর্তন। শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ উপরে উঠে এখন দ্বিতীয় অবস্থানে। এক ধাপ অবনতি হয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পাঁচ থেকে নেমে আছে সাত নম্বর অবস্থানে।

পিএস

Wordbridge School
Link copied!