ছবি: সোনালীনিউজ
ঢাকা: পর্দা উঠলো ‘১ম ইউনূস গ্রুপ কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৫’। শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, (এলপিআর)।
চার দিনব্যাপী এ টুর্নামেন্ট বুধবার (৫ নভেম্বর) শুরু হলেও শুক্রবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্ট চলবে শনিবার (৮ নভেম্বর) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনূস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। উদ্বোধনী পর্বে মোহাম্মদ ইউনূস নিজ হাতে গল্ফ খেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। যা ছিল উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীকী এক মুহূর্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, এসইউপি (বার), এনডিসি, পিএসসি, জি+, এমফিল, চেয়ারম্যান, টুর্নামেন্ট কমিটি; কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি, গল্ফ ক্যাপ্টেন; লেঃ কর্নেল সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি, সদস্য সচিব; লেঃ কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী (অবঃ), পরিচালক (অপারেশনস ও স্পোর্টস) এবং লেঃ কর্নেল এ কে এম সাইফুল বাহার (অবঃ), পরিচালক (অ্যাডমিন ও ম্যানেজমেন্ট), আর্মি গল্ফ ক্লাব। অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মোট ৫টি বিভাগে। সেগুলো হলো- রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় ৮৫০ জন গল্ফার অংশগ্রহণ করছেন।
বাংলাদেশের ব্যবসা ও শিল্প জগতের এক উজ্জ্বল নাম ইউনূস গ্রুপ। দক্ষতা, নিষ্ঠা ও উদ্ভাবনের মাধ্যমে আস্থা ও শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত এই শিল্পগোষ্ঠী এবার পা রাখলো খেলাধুলার জগতে। এই আয়োজনে স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে ইউনুস গ্রুপের দুটি খ্যাতনামা ব্র্যান্ড - ম্যানোলা ও সোনালী পেপার।
আগামী শনিবার (৮ নভেম্বর) রাত ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামবে এই গৌরবময় আয়োজনের।
পিএস







































