• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আরেক নারী ক্রিকেটার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৮, ২০২৫, ০১:৩৪ পিএম
মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আরেক নারী ক্রিকেটার

ছবি : সংগৃহীত

ঢাকা: পেসার জাহানারা আলমের অভিযোগের ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন তিনি। তীব্র সমালোচনায় মাতেন বর্তমান নারী দলের অধিনায়ক জ্যোতিরও। এবার মঞ্জুরুল-জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।

দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রুমানা দাবি করেন, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বের করে দেয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে সফলও হয়।

রুমানা আহমেদ গণমাধ্যমকে বলেন,‘ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য উঠেপড়ে লেগেছে। সেটা সে সফল হয়েছে।’ তিনি প্রশ্ন তোলেন, ম্যানেজমেন্ট তাকে পারফর্মার বললেও ‘আনফিট’ বলে দল থেকে বাদ দিয়েছে।

মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ এতদিন ধামাচাপা থাকার ঘটনায় রুমানা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মঞ্জুরুলের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন,‘আমার কাছে এটা কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। আর ওনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের।’ তবে জাহানারার সঙ্গে যা করা হয়েছে, তা স্বচক্ষে দেখেননি বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান দল গঠন নিয়ে রুমানা অভিযোগ করেন, জ্যোতি মূলত জুনিয়রদের নিয়ে দল করে এবং যারা তার কথা শোনে বা ‘খেদমত’ করে, তারাই দলে সুযোগ পায়। দলে থাকার জন্য অনেকেই স্বেচ্ছায় এমনটা করে বলেও দাবি করেন রুমানা আহমেদ।

এসআই

Wordbridge School
Link copied!