• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন ধোনি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৩, ২০১৭, ১০:১৩ পিএম
নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন ধোনি

ঢাকা: হঠাৎ করেই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। একই কায়দায় গত ৪ জানুয়ারী ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওয়ানডে ও টি২০ থেকেও নেতৃত্ব ছাড়লেন। নেতৃত্ব ছাড়ার পর থেকেই ভক্ত সমর্থকদের প্রশ্ন ছিল কেন নেতৃত্ব ছাড়লেন ক্যাপ্টেন কুল? এতদিন সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে কোনও কথা বলেননি ধোনি।
 
শুক্রবার (১৩ জানুয়ারি) ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সংবাদমাধ্যমের সামনে এসে বলে গেলেন, দুই ফরম্যাটে দুই অধিনায়ক তত্ত্ব তিনি মানতে পারেননি। ধোনির নেতৃত্ব ছাড়ার এটাই কারণ। তিনি বলেন,‘ দুই ফরম্যাটে দুই অধিনায়ক তত্ত্ব কোনও দিন মেনে নিতে পারিনি। টেস্ট থেকে অবসরের পরই সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। মনে হচ্ছিল, নেতৃত্ব ছাড়াই এটাই সঠিক সময়।’

এদিন বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ধোনি। তার মতে,‘ অধিনায়কত্বের চ্যালেঞ্জ নেওয়ার যোগ্য কোহলি। টেস্টে নেতৃত্ব দেখিয়ে এরইমাঝে সে নিজের ক্ষমতা দেখিয়েছে।’ তরুণ ভারতীয় দলের প্রশংসা করে ধোনি বলেন,‘ এই দলের প্রত্যেকে চ্যাম্পিয়ন। যে কোনও শক্তিশালী দেশকে হারানোর ক্ষমতা রয়েছে আমাদের তরুণদের।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!