• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তামিমের তৃতীয় ওয়ানডে খেলা অনিশ্চিত


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২০, ২০১৭, ০৭:৫৬ পিএম
তামিমের তৃতীয় ওয়ানডে খেলা অনিশ্চিত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরে চোট পিছু ছাড়ছে না তামিম ইকবালের। টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনে বাঁ ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন, এটি তাঁকে এখনো ভোগাচ্ছে। তামিমের ব্যথা বেড়ে যাওয়ায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। 

শুক্রবার (২০ অক্টোবর) অনুশীলন করতে দলের সঙ্গে মাঠে যাননি তামিম। হোটেলে বসেই সময় কাটিয়েছেন। শুক্রবারই স্থানীয় সময় দুপুর ২টায় তাঁর স্ক্যান করানোর কথা রয়েছে। এই স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে তামিমের খেলা না খেলা। 

তিন দিনের প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পরও ব্যথা নিয়ে পচেফস্ট্রুমে প্রথম টেস্ট খেলেছিলেন বাঁ-হাতী ওপেনার। কিন্তু ‘গ্রেড ওয়ান টিয়ার’ চোটের মাত্রা আরো বেড়ে যাওয়ায় খেলতে পারেননি ব্লুমফন্টেইনে দ্বিতীয় ও শেষ টেস্টটি। ব্যথা কমে যাওয়ায় তামিম ফিরেছিলেন পার্লে দ্বিতীয় ওয়ানডেতে। কিন্তু ম্যাচটি খেলায় আবার বেড়েছে তাঁর ব্যথা। রোববার সিরিজের শেষ ম্যাচ এই ব্যথাই তামিমকে অনিশ্চয়তায় ফেলে দিল। 

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!