• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইসিসি ‘উদীয়মান তারকা’ বলছে বাংলাদেশের এই তরুণকে


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০১৮, ০৫:০৩ পিএম
আইসিসি ‘উদীয়মান তারকা’ বলছে বাংলাদেশের এই তরুণকে

ফাইল ছবি

ঢাকা: সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন তিনি। নিউজিল্যান্ডে বাংলাদেশের বিপদে কাণ্ডারি ছিলেন আফিফ হোসেন। সবমিলিয়ে যুব বিশ্বকাপ আসরে চারটি ফিফটি মেরেছেন। বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভারত আর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বড় ব্যবধানে হেরে গেলে আফিফ নিজেকে আলাদাভাবে তুলে ধরেছেন। আর সে কারণেই আইসিসি তাকে ‘উদীয়মান তারকা’ হিসেবে আখ্যা দিয়েছে।

ভবিষ্যতে বাংলাদেশের বড় তারকা হয়ে উঠবেন আফিফ এর প্রমাণ বেশ কয়েক বছর ধরেই দিয়ে চলেছেন। আইসিসি তাদের ওয়েবসাইটে বাংলাদেশের তরুণ অলরাউন্ডারকে প্রশংসাবৃষ্টিতে ভিজিয়েছে, ‘কঠিন সময়ে পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছে আফিফ। পুরো প্রতিযোগিতায় ও মোট চারটি ফিফটি করেছে। এগুলোর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষেই ১৫ রানে ও ৩ উইকেট নিয়েছে। এতে ইংলিশরা অল্প রানেই গুটিয়ে গিয়েছিল।’

অসাধারণ পারফরম্যান্সের কারণে ক্রিকেটের বিখ্যাত ওয়েবসাইট ক্রিকইনফোরও নজড়ে পড়েছে আফিফ। তাদের বানানো যুব বিশ্বকাপের সেরা একাদশেও তিনি স্থান পেয়েছেন। যদিও একাদশে চ্যাম্পিয়ন ভারতের ক্রিকেটারদের আধিক্য ছিল।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!