• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ওয়ানডের সিংহাসন দখলে নিল কোহলিরা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৬:৩৪ পিএম
ওয়ানডের সিংহাসন দখলে নিল কোহলিরা

ঢাকা: মোহাম্মদ আজাহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি যা করতে পারেননি তাই করে দেখালেন বিরাট কোহলি। ২৫ বছরের আক্ষেপ ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে কোহলির ভারত। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানে থাকা প্রোটিয়াদের সিংহাসন দখলে নিয়েছে টিম ইন্ডিয়া।

ফলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে একই সঙ্গে ওয়ানডে ও টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানে উঠল ভারত।

মঙ্গলবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৬ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত। গত ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও প্রকার সিরিজ জিততে পারেনি দলটি, বিরাট কোহলির নেতৃত্বে সেই আক্ষেপ ঘুচল। একইসঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়ের চূড়ায় আরোহণ করে ভারত। সেঞ্চুরিয়ানে শেষ ম্যাচ হারলেও শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে তাদের।

এই মুহুর্তে ভারতের রেটিং পয়েন্ট ১২২। এ নিয়ে পাঁচবার ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। ৯০ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের সাত নম্বরে আছে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!