• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আর্সেনালে ওয়েঙ্গারের উত্তরসুরী এমেরি!


ক্রীড়া ডেস্ক মে ২২, ২০১৮, ০৪:০১ পিএম
আর্সেনালে ওয়েঙ্গারের উত্তরসুরী এমেরি!

ফাইল ছবি

ঢাকা: কোচ হিসাবে আর্সেনালের সাবেক মিডফিল্ডার ও ম্যানচেস্টার সিটিতে গত দুই মৌসুমে পেপ গার্দিওলার কোচিং স্টাফ হিসেবে কাজ করা মিকেল আরটেটাই এগিয়ে ছিলেন। কিন্তু বিবিসি স্পোর্টস দাবী করেছে আর্সেন ওয়েঙ্গারের উত্তরসুরী হিসেবে প্যারিস সেইন্ট-জার্মেইর সাবেক কোচ উনাই এমেরি প্রায় নিশ্চিত।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, ‘সব প্রার্থীদের সাফল্য বিবেচনায় ইংলিশ ক্লাব আর্সেনালের পরবর্তী কোচ হিসেবে এমেরিই এগিয়ে আছেন।’

৪৬ বছর বয়সী এমেরি দুই বছরের মেয়াদে পিএসজিকে একটি লিগ শিরোপা ও চারটি ঘরোয়া কাপ উপহার দিয়েছেন। চলতি মাসের শুরুতে তিনি পিএসজি ছাড়ার ঘোষনা দেন। যদিও এই স্প্যানিয়ার্ডের অধীনে পিএসজি এবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকেই বিদায় নিয়েছে। পার্ক ডি প্রিন্সেসে দুই বছরের মেয়াদে তিনি পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের কোন সাফল্য উপহার দিতে পারেননি।

২০১১ সালে কাতারী মালিকানাধীন হবার পরে পিএসজি টানা চারটি চ্যাম্পিয়ন্স লীগে কোয়র্টার ফাইনালের বেশী খেলতে পারনেনি। তবে এক বছর আগে এমেরির পিএসজি বার্সেলোনার কাছে শেষ ১৬ থেকে ৬-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয়। এর মধ্যে প্রথম লেগে তারা ৪-০ গোলে হেরেছিল।

ঐ সময়ই ক্লাব নেইমার ও কাইলিয়ান এমবাপ্পেকে ৪০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিতে সিদ্ধান্ত নেয়। গত বছর এই দুই তারকাকে দলে ভিড়িয়ে ক্লাব ইতিহাসে ট্রান্সফার বাবদ রেকর্ড গড়ে পিএসজি। কিন্তু তারপরেও প্যারিসের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লীগে সাফল্য খুঁজে পায়নি। এবার তারা রিয়াল মাদ্রিদ্রের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে।

ক্লাব ছাড়ার সময় এমেরি বলেছিলেন, ‘আমরা রিয়ালের কাছে পরাজিত হয়েছি। কিন্তু তারপরেও আমরা প্রমান করেছি এখনো ইউরোপে আমরা অন্যতম শক্তিশালী দল।’
এর আগে অবশ্য সেভিয়ার হয়ে ইউরোপীয়ান আসরে সাফল্য পেয়েছেন এমেরি। সেখানে তিনি তিন বছরের মেয়াদে তিনটি ইউরোপা লিগ জয় করেছেন।

এমেরির খেলোয়াড়ী জীবনও মোটামুটি সমৃদ্ধ ছিল। তবে কোচ হিসেবেই তিনি বেশী সফলতা পেয়েছেন। ২০০৮ সালে ভ্যালেন্সিয়ার মাধ্যমে প্রথম কোন বড় ক্লাবে কাজ শুরু করেন। ডেভিড সিলভা, ডেভিড ভিয়া ও হুয়ান মাতার মত খেলোয়াড়দের ছেড়ে দিয়েও টানা তিন মৌসুম এমেরির কল্যাণে ভ্যালেন্সিয়া লিগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পরে তৃতীয় স্থান লাভ করেছিল। ২০১৩ সালে সেভিয়াতে ফিরে আসার আগে অল্প সময়ের জন্য স্পার্টাক মস্কোতে কাজ করেছেন এমেরি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!