• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেই ওমানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২০, ২০১৮, ০৫:২৬ পিএম
সেই ওমানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ফাইল ছবি

ঢাকা: অবশেষে ওমানের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ জাতীয় হকি দল। সোমবার (২০ আগস্ট) জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির ‘বি’ গ্রুপের ম্যাচে মধ্য প্রাচ্যের দলটিকে ২-১ গোলে হারিয়েছে ইমান গোবিনাথন কৃষ্ণমুর্তির শিষ্যরা। গত মার্চে অনুষ্ঠিত্য এশিয়ান গেমস হকির বাছাইয় পর্বে এই ওমানের কাছেই হেরেছিল জিমি-চয়নরা।

ষষ্ঠ স্থানের লক্ষ্য নিয়ে ১৮তম এশিয়ান গেমসে খেলতে গিয়েছে বাংলাদেশ হকি দল। সে ক্ষেত্রে বাঁধা হিসাবে ধরা হয়েছিল ওমানকে। তাই ওমানের বিপক্ষে ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে গণ্য করেছিল লাল সবুজের দল। অবশেষে সফল হয়েছে বাংলাদেশ। এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই লিড নেয় জিমি-চয়নরা। ১৪ মিনিটে গোল করেন ফরোয়ার্ড আরশাদ হোসেন।

দ্বিতীয় কোয়ার্টারে সমতা ফেরায় ওমান। ২৩ মিনিটে আম্মার জুমা সেলিমের গোলে সমতা ফেরায় তারা। তবে ওমানের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের ব্যবধান বাড়িয়ে দেন বদলি খেলা ডিফেন্ডার আশরাফুল ইসলাম। পরের দুই কোয়ার্টারে আক্রমণ-প্রতি আক্রমণ হলেও ব্যবধানে আর কোনো হেরফের হয়নি।

গতবার এশিয়ান গেমসের বাছাইয়ে বল দখলে বাংলাদেশ এগিয়ে থেকেও ওমানের কাছে হেরেছে ২-০ গোলে। সেই হারের প্রতিশোধ নিতে বেশ কয়েকবার রণ হুঙ্কার দিয়ে রাখেন দলটির কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। মূল পর্বে ভুলগুলো শুধরে তার প্রমাণ দিয়ে রাখলেন তার শিষ্যরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!