• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কার্ডিফ থেকে সুখবর দিলেন মাহমুদউল্লাহ


ক্রীড়া প্রতিবেদক মে ২৫, ২০১৯, ১০:৪৫ এএম
কার্ডিফ থেকে সুখবর দিলেন মাহমুদউল্লাহ

ঢাকা: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো শুরু হয়ে গেছে। শুক্রবার দুটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে কার্ডিফে, ২৬ মে। তার আগে শুক্রবার অনুশীলনে সুখবরই দিলেন মাহমুদউল্লাহ। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টন টেস্টের পর মাহমুদউল্লাহ এই প্রথম বল হাতে নিলেন।

নেটে বোলিংয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে মাহমুদউল্লাহর। পরে সংবাদমাধ্যমকে তিনি আশার কথাই শুনিয়েছেন,‘ খুব ভালো লাগছে, আজকে প্রথম বোলিং করলাম (চোটের পর)। তিন ওভার বোলিং করেছি। ব্যথা এখনও আছে। তবে মনে হচ্ছে খুব সমস্যা হবে না। প্রস্তুতি ম্যাচেই আশা করি অন্তত দুই-তিন ওভার বোলিং করতে পারব।’

এরপর মাহমুদউল্লাহ যোগ করেন,‘ বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচের আগে এখনও এক সপ্তাহ আছে। আশা করি কাঁধের অবস্থা আরেকটু ভালো হবে। অধিনায়কের সঙ্গে কথা বলব, ব্যথা থাকলেও কয়েক ওভার চালিয়ে নিতে পারব। ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই, এজন্যই আরও সাবধানী থাকতে হচ্ছে, বোলিং করতে গিয়ে যেন ব্যাটিংয়ে কোনো প্রভাব না পড়ে। আশা করি দলের যতটুকু দরকার, বোলিং করতে পারব।’

মাহমুদউল্লাহর এই চোট থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার লাগবে। তবে ব্যাটিং করতে সমস্যা নেই। আপাতত কয়েক ওভার বোলিং করতে পারলেই মাহমুদউল্লাহ খুশি। আর এটা হলে অধিনায়ক মাশরাফির জন্যও স্বস্তি। তাঁকে দিয়ে কয়েকটা ওভার করে নিতে পারবেন।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!