• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শচীনকে ছাড়িয়ে দ্রুততম ১১ হাজার রানের মালিক কোহলি


ক্রীড়া প্রতিবেদক জুন ১৬, ২০১৯, ০৮:২৯ পিএম
শচীনকে ছাড়িয়ে দ্রুততম ১১ হাজার রানের মালিক কোহলি

ছবি সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলি মানেই একের পর এক রেকর্ড। রোববার ভারত-পাকিস্তান ম্যাচেও নতুন রেকর্ড করে ফেললেন ভারত অধিনায়ক। ওল্ড ট্র্যাফোর্ডে দ্রুততম ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ভারত অধিনায়ক ২২২ ইনিংস (২৩০ ওয়ানডে) খেলে এই রেকর্ড ছুঁলেন। এতদিন এই রেকর্ড ‘মাস্টার ব্লাস্টার’  শচীন টেন্ডুলকারের দখলে ছিল। তিনি ২৭৬ ইনিংস খেলে(২৮৪ ম্যাচ) এই নজির গড়েছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এই তালিকায় এখন তৃতীয় স্থানে নেমে গেলেন। তিনি ২৮৬ ইনিংসে(২৯৫ ম্যাচে) এই রেকর্ড স্পর্শ করেছিলেন।

এদিন মাত্র ৫৭ রান করলেই এই রেকর্ড ছুঁয়ে ফেলতেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট কথা বলল। ইনিংসের শুরুর দিকে মারমুখী মেজাজে ব্যাট না করলেও, হার্দিক পাণ্ডিয়া ফিরে যাওয়ার পরে খোলস ছেড়ে বের হন তিনি। এদিন  মোহাম্মদ আমিরের বলে ৭৭ রান করে ফেরেন কোহলি।

২০০৮ সালের আগষ্টে অভিষেক। এরপর ১০ বছর ৩০২ দিনে ১১ হাজারি ক্লাব নাম লেখালেন কোহলি। শচীনের লেগেছে ১২ বছর ৪১ দিন। এর আগে ওয়ানডেতে দ্রুততম আট হাজার, নয় হাজার ও ১০ হাজার রানের রেকর্ডও গড়েন কোহলি।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!