• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

শ্বশুরবাড়িতে কুকুর আনা যাবে না বলায় বিয়ে ভেঙে দিলেন কনে 


ফিচার ডেস্ক নভেম্বর ২৭, ২০২৪, ০৪:১২ পিএম
শ্বশুরবাড়িতে কুকুর আনা যাবে না বলায় বিয়ে ভেঙে দিলেন কনে 

ঢাকা: একটি পোষা প্রাণী কি বিয়ে ভাঙার কারণ হতে পারে? উত্তর হলো, হ্যাঁ পারে। প্রতিবেশী দেশ ভারতেই এমন ঘটনা ঘটেছে। হবু শাশুড়ি পোষা কুকুর রাখতে দেবে না বলায় বিয়ে ভেঙে দিলেন এক তরুণী। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ওই কনের সাত বছরের সম্পর্কের পর বিয়ে ঠিক হয়। তরুণী শুধুমাত্র জানিয়েছিলেন, বিয়ের কিছু দিন পর তাঁর পোষা কুকুরকেও শ্বশুরবাড়িতে নিয়ে আসবেন। তাতেই ধরল ফাটল। হবু শাশুড়ির কঠিন নিষেধাজ্ঞা। এ কথা শুনে সাত বছরের সম্পর্কে ইতি টেনে বিয়েই ভেঙে দেন ওই তরুণী।

ঘটনাটি কোথাকার সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ওই তরুণী জানান, সাত বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। বিয়ের কথাবার্তাও পাকা হয়ে গিয়েছিল। প্রেমিকের মায়ের সঙ্গে কথোপকথন চলাকালীন তরুণী জানান, তিনি কুকুর পোষেন। বিয়ের কিছু দিন পর সেই কুকুরকেও শ্বশুরবাড়ি নিয়ে যাবেন তিনি। তা শুনে আপত্তি জানান, হবু শাশুড়ি। তিনি জানান, তাঁদের বাড়িতেও পোষা কুকুর রয়েছে। দুটি কুকুর একসঙ্গে সামাল দেওয়া যাবে না। তা শোনার পরেও অনুরোধ করেন তরুণী। জানান, বিয়ের পর তাঁর অসুস্থ মা কুকুর সামলাতে পারবেন না।সব শোনার পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন হবু শাশুড়ি। তাই প্রেমিকের সঙ্গে বিয়েই ভেঙে দিলেন তরুণী।

ইউআর
 

Wordbridge School
Link copied!