রাজধানীর মিরপুর রোডে গ্যাসের একটি ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় ঢাকার একাধিক এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা।
শনিবার (১০ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
তিতাস গ্যাস জানায়, মিরপুর রোডে গণভবনের সামনে স্থাপিত ৪ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভালভ ক্ষতিগ্রস্ত হয়ে লিকেজ তৈরি হয়। এ অবস্থায় জরুরি মেরামত কাজ চালাতে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ রাখা হয়েছে। ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলে পর্যায়ক্রমে গ্যাসের চাপ স্বাভাবিক করা হবে।
এদিকে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এম







































