• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অগ্নিকাণ্ডে সাংবাদিকের বসতঘর পুরে ছাই


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০১৯, ০২:৪৭ পিএম
অগ্নিকাণ্ডে সাংবাদিকের বসতঘর পুরে ছাই

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে দোতলা বসত ঘর পুরে ছাই। রবিবার সন্ধ্যা ৬.৪০ মিনিটে উপজেলা সদরের টিএন্ডটি রোড়ের সাংবাদিক মো. অহিদ সাইফুল এর বসত ঘরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার, রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন ও সদর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মৃধা মজিবর ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, পরিবারে সবাই ঢাকায় থাকার সুবাদে অহিদ সাইফুলা সন্ধ্যায় ঘরে লাতা লাগিয়ে বাহিরে যায়। আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখে স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিস কর্মীরা মিলে পানির অভাবে কিছুই রক্ষা করতে পারেনি তার ঘর সহ ঘরের থাকা সমস্ত মালামাল পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অহিদ সাইফুল জানায়। আগুনের সূত্রপাত কিভাবে হয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সাকিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে সবাই প্রাথমিক ভাবে সবাই ধারনা করেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!