• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ নিউইয়র্কে ফাহিমের জানাজা অনুষ্ঠিত হবে


নিউজ ডেস্ক জুলাই ১৯, ২০২০, ০২:৫০ পিএম
আজ নিউইয়র্কে ফাহিমের জানাজা অনুষ্ঠিত হবে

ঢাকা: রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিম সালেহের জানাজা আজ। করোনাভাইরাসের কারণে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে রবিবার নিউইয়র্ক সময় দুপুর ১২টায় জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিউইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে। এরইমধ্যে ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহত ফাহিমের পরিবারকে গণমাধ্যমের সঙ্গে কথা না বলারও উপদেশ দেয়া হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ফাহিমের সাবেক সহকারি টাইরেস ডেভো হাসপিলের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার অভিযুক্ত হাসপিলকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেয়া হলে তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।

বিচারক জোনাথন সভেটকি জামিনের সুবিধা ছাড়াই হাসপিলকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে আগামী ১৭ আগস্ট আবারও তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!