• ঢাকা
  • বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ইফতারে জুস খাওয়ায় বাংলাদেশিকে খুন করলেন পাকিস্তানি


সোনালীনিউজ ডেস্ক মার্চ ২০, ২০২৪, ০৯:৫৬ পিএম
ইফতারে জুস খাওয়ায় বাংলাদেশিকে খুন করলেন পাকিস্তানি

ঢাকা: মালয়েশিয়ায় ইফতারের সময় জুস খাওয়ার বিরোধে পাকিস্তানির হাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির শাহ আলম শহরের ৩৬ নম্বর সেকশনে একটি কারখানার শ্রমিকদের হোস্টেলে এ ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্যাটিক টাইমস আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইফতারের সময় কমলার জুস পান করায় ওই পাকিস্তানির সঙ্গে বাংলাদেশি নাগরিকের বিরোধ দেখা দেয়। এ ঘটনায় পাকিস্তানি নাগরিক ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে ছুরি নিয়ে বাংলাদেশি নাগরিককে একাধিকবার আঘাত করেন। এতে বাংলাদেশি নাগরিক মারা যান।

শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুলিশ এ ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই পাকিস্তানিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকাল ৯টায় আসামিকে রিমান্ডে নেওয়া হয়।

তদন্তে জানা গেছে, ভুক্তভোগী বাংলাদেশি (৪৯) একজন সাধারণ শ্রমিক হিসেবে দেশটিতে কাজ করতেন। ভুক্তভোগী ও গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক একসঙ্গে ফ্যাক্টরির কন্টেইনার তৈরি হোস্টেলে থাকতেন।

এমএস

Wordbridge School
Link copied!