• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশ্রয়কেন্দ্রে জন্মনিল ‘দূর্যোগের হাসি’ বুলবুলি


বাগেরহাট প্রতিনিধি নভেম্বর ১০, ২০১৯, ০৭:১৬ এএম
আশ্রয়কেন্দ্রে জন্মনিল ‘দূর্যোগের হাসি’ বুলবুলি

বাগেরহাট: মোংলার মিঠাখালী গ্রামে প্রবল  ঘূর্ণিঝড় বুলবুল’র দূর্যোগের মুহুর্তে শনিবার দিবাগত রাত ১২টার পর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকূলীয় আশ্রয়কেন্দ্রে হনুফা বেগমের কোল আলো করে আসে তার প্রথম সন্তান। ঘূর্ণিঝড় ’বুলবুল’র নামের সঙ্গে মিল রেখে নবজাতক শিশু কন্যার নাম রাখা হয়েছে ’বুলবুলি’। নবজাতক শিশু কন্যার পিতা বায়জিদ শিকদার তার নবজাতক কন্যার নাম বুলবুলি রেখেছেন।

এবিষয়ে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রাহাত মান্নান জানিয়েছেন গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল।  নবজাতক কন্যা বুলবুলি এবং তার মা হনুফা বেগম সুস্থ আছেন।

এদিকে শনিবার (৯ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ১০নম্বর মহাবিপদ সংকেত পাওয়ার চর অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য যখন ছুটাছুটি করছিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি আবাসন প্রকল্পের ঘরে তখনই আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়।  সদ্য জন্ম নেওয়া এই কন্যা সন্তানের নামও রাখা হয়েছে বুলবুলি আক্তার বন্যা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!