• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার নতুন চমক দিলেন শাকিব খান


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ১৬, ২০১৯, ০১:০৫ পিএম
এবার নতুন চমক দিলেন শাকিব খান

ঢাকা : ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সফল অভিনেতা হিসেবে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। সবশেষ কোরবানির ঈদে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায় এই তারকা অভিনেতার। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

বর্তমানে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার কাজ চলছে। শনিবার এফডিসিতে এ সিনেমার শুটিং চলাকালীন কথা হয় চলচ্চিত্রের এই শীর্ষ তারকার সঙ্গে। শাকিব খান বলেন, ভালো একটি কাজ হচ্ছে। এ সিনেমায় আমাকে দুটি আলাদা লুকে পাওয়া যাবে।

সিনেমাটির গল্প একেবারেই মৌলিক। এখন অ্যাকশন দৃশ্যের কিছু কাজ হচ্ছে। চমৎকার গল্প এটি। ছবির পরিচালক কাজী হায়াত। তার সম্পর্কে বলার কিছু নেই। ঢালিউডের খ্যাতিমান একজন নির্মাতা। দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন।

উনার ৫০তম সিনেমা এটি। এরইমধ্যে এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। প্রকাশের পর বেশ ভালো ফিডব্যাক পেয়েছি। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দুস্থ শিক্ষার্থী আর অনাথ শিশুদের সহায়তার জন্য মাঝে-মধ্যে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের নওদা এলাকার পশ্চিম ত্রিমোহনী ঝাঁঝরা ক্লাবে আয়োজিত তেমনই একটি অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। শো কেমন হলো জানতে চাইলে তিনি বলেন, ওখানে শিল্পীদের অনেক সম্মান দেওয়া হয়। আমাকেও তারা বেশ সম্মান দিয়েছেন। শোও খুব ভালো হয়েছে। ‘শিকারী’ ছবিটি মুক্তির পর সেখানকার মানুষের মধ্যে আমাকে নিয়ে উন্মাদনা দেখেছি।

অনুষ্ঠানে অংশ নিতে পেরে বেশ ভালো লেগেছে আমার। এদিকে গত ৮ই ডিসেম্বর আসামে একটি বড় আয়োজনে শাকিব খানকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই দিন ঢাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান থাকার কারণে তিনি আসাম যেতে পারেন নি। ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলীকে দর্শকরা দেখতে পাবেন। একেবারে নতুন লুকে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে এ সিনেমাটি দর্শকরা দেখতে পাবেন। প্রথম লুক প্রকাশের পর অনেকে একটি তামিল সিনেমার সঙ্গে এর মিলের কথা বললেও সে বিষয়ে পাত্তা দেন নি শাকিব খান। তিনি বলেন, দর্শকরা এখন শতভাগ দেশের ছবি দেখতে চান। এটি তেমনই একটি সিনেমা। মৌলিক গল্পের ছবি। আমি আমার কাজ করে যাচ্ছি।

 দর্শকরা যে ধরনের সিনেমায় আমাকে দেখতে চান ‘বীর’ তেমনই একটি সিনেমা। এ ছবিতে পরিচালক আমাকে নতুন রুপে উপস্থাপন করতে চেয়েছিলেন। সেই জন্যই বেশ কিছুদিন শুটিং থেকে দূরে ছিলাম। নিজেকে সেভাবেই তৈরি করে কাজটি করছি। এরইমধ্যে এ সিনেমার ৬৫-৭০ ভাগ কাজ শেষ হয়েছে।

 নতুন কয়েকটি সিনেমার ব্যাপারে ভাবনাও অনেক দূর এগিয়ে নিয়েছিলেন শাকিব খান। তবে সেসব বিষয়ে কিছুই বলতে চান না। আপাতত ‘বীর’ নিয়েই থাকতে চান তিনি।

 ছবির ফার্স্ট লুক প্রকাশের পর কবে সিনেমা হলে দর্শকরা এটি দেখতে পাবেন জানতে চাইলে শাকিব খান বলেন, নতুন বছরের শুরুতে ধামাকা হিসেবে মুক্তি পাবে ‘বীর’। আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে এর আগে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’। ছবি দুটি মুক্তির পর বেশ ভালো ব্যবসা করে। ‘বীর’ আমার প্রযোজিত তৃতীয় ছবি।

 এটি বছরের শুরুর দিকে আমরা মুক্তি দেয়ার পরিকল্পনা করছি। আশা করি, দর্শকদের ছবিটি দেখে ভালো লাগবে। এদিকে বর্তমানে সিনেমা নির্মাণের সংখ্যা কমেছে। বছরও শেষ হয়ে এলো। এ বিষয়ে জানতে চাইলে এই তারকা বলেন, ইন্ডাস্ট্রি অনেক ছোট হয়ে গেছে।

 কাজ একেবারেই কম হচ্ছে এখন। তবে এরমধ্যেও ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। ভালো কাজগুলো দর্শকের সামনে এলে অবশ্যই জায়গাটির পরিবর্তন হবে। দর্শকরা ভালো গল্পের সিনেমা এখনো দেখার জন্য অপেক্ষা করেন।

চমক দিলেন শাকিব খান : দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রেই তিনি হাজির হয়েছেন। কখনো ধনীর দুলাল, কখনো খেটে খাওয়া মেহনতি যুবক, কখনো বখাটে মাস্তান কখনো বা শান্ত্বর প্রেমিক। সব চরিত্রেই নিজেকে নতুন করে হাজির করেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন চরিত্র তিনি উপহার দিতে যাচ্ছেন দর্শকদের। গুণি নির্মাতা কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবিতে অভিনয় করছেন শাকিব। চলছে এর শুটিং। এখানে লড়াকু ও প্রতিশোধপরায়ণ এক যুবক হিসেবে দেখা যাবে এই নায়ককে।

এরইমধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে মাথা ভর্তি চুল, মুখে ঘন দাড়ি, শরীরে রক্ত মাখা, গায়ে ময়লা শার্ট, তার উপর জ্যাকেট ও মাফলার, ডান কাঁধের উপর কয়লা কাটার বিশাল কুড়াল নিয়ে রাগী দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান।

হিংস্র লুকের শাকিবের এই পোস্টার নিয়ে বেশ মেতেছেন নায়কের ভক্তরা। তবে ছবিটি নকল বলে অভিযোগও উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বৃহস্পতিবার সকালে শাকিব খানের অফিসিয়াল পেজ থেকে পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে। তারপর থেকেই মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে এই পোস্টার। একদিকে চলছে শাকিবের নতুন লুকের প্রশংসা।

অন্যদিকে আবারও নকল লুক ও স্টাইলে দেশীয় নায়ককে দেখে ক্ষেপেছেন ঢাকাই সিনেমার দর্শক। তারা দাবি করছেন, দক্ষিণ ভারতের সুপারহিট চলচ্চিত্র ‘কেজিএফ’-এর স্টাইল ও লুক নকল করে শাকিবের চরিত্রটি তৈরি করা হয়েছে। অন্তত পোস্টার সেই কথাই বলে। তবে পোস্টার নকল মানতে নারাজ ছবিটির পরিচালক কাজী হায়াত।

তিনি বলেন, ‘বীর সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা। এটি দেশপ্রেমের গল্প। এক যুবক কীভাবে নোংরা রাজনীতির শিকার হয় তাই এখানে তুলে ধরা হয়েছে। এর সাথে দেশি-বিদেশি কোনও গল্পের মিল নেই। মান্নাকে নিয়ে আমি যেমন গণমানুষের জন্য ছবি করতাম ওই টাইপের ছবি হবে এটা।’

এ ছবিটির মধ্য দিয়ে দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াত।

ইতোমধ্যে ১৬ দিনের মত শুটিং হয়েছে ছবিটির। আরও কমপক্ষে ১৫ দিন শুটিং হবে। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখানে শাকিব খানের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!