• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি এপ্রিল ৮, ২০২০, ০৮:৫১ পিএম
কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’

টেকনাফ,কক্সবাজার: করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করা হয়েছে। করোনা বিস্তার রোধে রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘনবসতি এলাকা হওযায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার বলেন, ‘বলতে গেলে আগে থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলো অঘোষিত লকডাউন ছিল, শুধু ঘোষণা হয়নি। তাছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাদের কাজ বন্ধ করা হয়েছিল। শুধু অতি জরুরি কার্যক্রম চালু ছিল।'

তিনি বলেন, 'বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউন এর আওতায় পড়েছে। ক্যাম্পে যেন বাইরের কনো মানুষ ডুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। ক্যাম্পে শুধু  এমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।'

২০১৭ সালে ২৫ আগস্টে মিয়ানমার থেকে প্রাণে বাচঁতে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেন। এর আগে এখানে ৪ লাখ রোহিঙ্গার অবস্থান ছিল। সব মিলিয়ে এখন কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গার বসবাস।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!