• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি মোহাম্মদ নাসিম


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০২০, ০৯:১৩ পিএম
করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি মোহাম্মদ নাসিম

ঢাকা: করোনার উপসর্গ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মোহাম্মদ নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরের দিকে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ছেলে তানভীর শাকিল জয়।

তানভীর শাকিল  জানান, ‘এমনিতেই বাবার শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা নিয়ে আছে।  আজকে নিউমোনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় জরুরিভিক্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করেছি।  এখন অবস্থা স্থিতিশীল।’

জয় আরও বলেন, ‘এমনিতে কোনো শ্বাসকষ্ট নেই।  আমরা চার দিন আগে নিজেরাই বাবার করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি, ফলাফল নেগেটিভ এসেছে।  তবে আজকে হাসপাতালে ভর্তির পর আবারও স‌্যাম্পল নেওয়া হয়েছে, রেজাল্ট এখনও পাইনি।’

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School
Link copied!