• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত র‌্যাব সদস্য, শ্বশুরবাড়ির পুরো এলাকা লকডাউন


কক্সবাজার প্রতিনিধি এপ্রিল ৪, ২০২০, ০২:২৯ পিএম
করোনায় আক্রান্ত র‌্যাব সদস্য, শ্বশুরবাড়ির পুরো এলাকা লকডাউন

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফেরার পর এক র‌্যাব সদস্যের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরপর ওই এলাকার ১৫টি বাড়ি-দোকান লকডাউন করেছে প্রশাসন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ পুরাতন পল্লান পাড়ায় এসব বাড়ি-দোকান লকডাউন করে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়। ওই র‌্যাব সদস্যকে আইসোলেশনে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই র‌্যাব সদস্য কিছুদিন আগে টেকনাফে তার শশুরবাড়ি থেকে ঢাকা ফেরেন। টেকনাফ থেকে ঢাকায় ফিরে অসুস্থ হওয়ার পর শুক্রবার তাকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। ফলে তার সংস্পর্শে আসা ১৫টি বাড়ি-দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, ওই র‌্যাব সদস্যর সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!