• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাড়ি থামিয়ে রাস্তায় ভূয়া ট্রাফিক সার্জেন্টের চাঁদাবাজি


নীলফামারী প্রতিনিধি আগস্ট ১৩, ২০২০, ০৬:৩৮ পিএম
গাড়ি থামিয়ে রাস্তায় ভূয়া ট্রাফিক সার্জেন্টের চাঁদাবাজি

ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারী জেলা শহরের মানিকের মোড় এলাকা থেকে পিয়াল (২৬) নামে এক ভুয়া ট্রাফিক পুলিশ সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে। তিন সহযোগীকে নিয়ে ট্রাফিক পুলিশ সেজে শহরের রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছিল সে। তার বাড়ি পৌর শহরের বাড়াই পাড়া মহল্লায়।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার তিন সহযোগী পালিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত পিয়াল নিজেকে নীলফামারী ট্রাফিক সার্জন বরকতুল্লাহ সরকার পরিচয় দিয়ে তিনটি মোটর সাইকেল আটক করে ২০ হাজার টাকা দাবি করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি বুঝতে পেরে ট্রাফিক সার্জন বরকতুল্লাহকে মুঠোফোনে ঘটনাটি জানান। 

সার্জেন্ট বরকতুল্লাহ তৎক্ষণাৎ বিষয়টি সদর থানায় জানান।

ওসি কেএম আজমিরুজ্জামান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পিয়ালকে আটক করে। এ সময় পিয়ালের সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যায়। 

তিনি জানান, পলাতকদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার দুপুর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!