• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্রিস সীমান্তে ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার


নিউজ ডেস্ক জুলাই ৮, ২০২০, ১১:৩১ এএম
গ্রিস সীমান্তে ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার

ঢাকা : গ্রিসের উত্তরের প্রতিবেশী নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে এবার ১৪৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত মাসের শেষ দিকে বাংলাদেশের আরও ৬৪ নাগরিককে একইভাবে ট্রাক থেকে নামানো হয়।

আল-জাজিরা জানিয়েছে, সোমবার গভীর রাতে গ্রীসের দক্ষিণ সীমান্ত এলাকা থেকে নিয়মিত টহলের সময় ৬৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ২১১ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি।

দুই শতাধিক অভিবাসী প্রত্যাশীর মধ্যে ৬৭ জন পাকিস্তানের বলে জানিয়েছে পুলিশ। ট্রাকের চালকের বয়স ২৭ বছর। তিনি মেসিডোনিয়ারই নাগরিক। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদের গ্রিসে পাঠানোর পরিকল্পনা চলছে।

বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হতো। ২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়।

নর্থ মেসিডোনিয়া-গ্রীস সীমান্তও চলতি বছরের শুরু থেকে কভিড-১৯ মহামারীর কারণে বন্ধ আছে। তারপরেও মানবপাচার থেমে নেই।

সোনালীনিউজ/এএস

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!