• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
দুদকের মামলা

চট্টগ্রাম আদালতে প্রদীপকে তোলা হবে দুপুরে


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২০, ১১:০৬ এএম
চট্টগ্রাম আদালতে প্রদীপকে তোলা হবে দুপুরে

ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় আজ চট্টগ্রাম আদালতে তোলা হবে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রদীপকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তাকে হাজির করার কথা রয়েছে।

এর আগে শনিবার কড়া নিরাপত্তায় কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে নেয়া হয় প্রদীপকে। 

গত ২৭শে আগস্ট দুদকের মামলায় গ্রেফতার দেখাতে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আবেদন করা হয়।

প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার প্রধান আসামি প্রদীপের স্ত্রী চুমকি ঘটনার পর থেকে পলাতক। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুদক।  

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরকারী দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, ২০১৮ সালে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। ২০১৯ সালের ৯ই এপ্রিল তাদের সম্পদের হিসাব জমা দিতে বলা হলেও চুমকি তা জমা দেন ২০১৯ সালের ১২ই মে।

দুদকের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওসি প্রদীপের স্ত্রী চুমকি পেশায় একজন গৃহিণী। তিনি কোথাও চাকরি করেন না। ২০১৩ সালের ১লা আগস্ট দানপত্র দলিল মূলে নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় জমিসহ একটি ছয়তলা বাড়ি তার পিতার কাছ থেকে পেয়েছেন।

শ্বশুরের কাছ থেকে প্রদীপের স্ত্রীর উপহার পাওয়া বাড়ি নিয়ে দুদকের তদন্তে দেখা যায়, চুমকিকে তার পিতা একটি বাড়ি দানপত্র করে দিলেও তার অন্য দুই ভাই ও এক বোনকে কোনো বাড়ি দানপত্র করেননি।

এতে প্রতীয়মান হয়, ওসি প্রদীপ কুমার দাশের ‘ঘুষ ও দুর্নীতি’র মাধ্যমে অর্জিত আয় গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে তার শ্বশুরের নামে ওই বাড়ি নির্মাণ করে রূপান্তরপূর্বক পরে চুমকির নামে দানপত্র করে নিয়ে প্রদীপ দাশ ভোগদখল করছেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!