• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম নভেম্বর ১, ২০১৮, ১০:০৮ এএম
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ শিশুর মৃত্যু

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে দুইজন মারা গেছে। এরা দুজনই শিশু।

বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলো- তিন বছর বয়সী তানিম ও ১১ বছর বয়সী রাজিয়া সুলতানা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

এখনো চিকিৎসাধীন তানিমের মা সোনিয়া আক্তার (২৫), তার এক বছর সয়সী মেয়ে মিম এবং প্রতিবেশী রুবি আক্তার (১৫)। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকার খোশাল শাহ রোডে তিনতলা একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ভবনের তৃতীয় তলায় আনোয়ার হোসেনের বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করে।

তানিমের বাবা আনোয়ার আমান বাজার এলাকায় একটি কুলিং কর্নার চালাতেন। বুধবারই তিনি পরিবার নিয়ে ওই বাসায় উঠেছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!