• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গান পাউডার উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২১, ২০১৯, ০১:৫০ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে গান পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।  তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি-৫৩।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান।  

লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যাটালিয়নের অধীনস্থ জহুরপুর বিওপির একটি টহল দল হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৬/৫-এস হতে ৫ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপাড়া মাঠের মধ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধে বিশেষ অভিযান পরিচালনা করে।  এ সময় অভিযানকালে সন্দেহজনক একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে সে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।  পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার টাকা মূল্যের ৯৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত গান পাউডার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জমা করা হয়েছে।

সোনালীনিউজ/এসজেডি/এএস

Wordbridge School
Link copied!