• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমজমাট আয়োজনে ‘শুদ্ধমঞ্চ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


বাবুল হৃদয় মে ৪, ২০১৯, ১২:৫৭ পিএম
জমজমাট আয়োজনে ‘শুদ্ধমঞ্চ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শিল্পী রিদওয়ানা আফরিন সুমির হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদিচ্ছেন শিল্পী ফাতেমা তোজ জোহরা

বাবুল হৃদয়: জমজমাট আয়োজনে উদযাপন করা হল শুদ্ধ সংস্কৃতি চর্চায় নিবেদিত সংগঠন ‘শুদ্ধমঞ্চ’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও একক সঙ্গীত সন্ধ্যা ১বছর পুর্তি অনুষ্ঠান।

দিনটি উপলক্ষে শুক্রবার (৩ মে) সন্ধ্যায় রাজধানী শ্যামলীর এসওএস শিশুপল্লী মিলনায়তনে বসে নতুন-পুরনো শিল্পীদের মিলনমেলা। নান্দনিক সাজে সেজেছিল মঞ্চ।

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম ও তানজিলা তমার গাওয়া রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মধ্যেদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর পঞ্চকবির গান পরিবেশন করেন শুদ্ধমঞ্চের নিয়মিত শিল্পী রিদওয়ানা আফরীন সুমি, মরিয়ম মারিয়া, স্বরলীপি, আফসানা রুনা ও মিনা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন দর্শক ও শ্রোতারা।

অনুষ্ঠানে শিল্পীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মিষ্টি তুলেদেন শুদ্ধমঞ্চের সভাপতি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তোজ জোহরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ড.এনামুল হক, বিশিষ্ট বাউল শিল্পী ও যুগ্ন সচিব (স্বাস্থ) গৌতম কুমার। 
অতিথিরা শুদ্ধমঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শুদ্ধমঞ্চের সহা সচিব, বিশিষ্ট বাচিক শিল্পী মসিউদ্দিন খান সমীর।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!